১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়া ফায়ার সার্ভিস দেয়ালে আটকে পড়া গরুকে জীবিত উদ্ধার করেছে

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

অনি চৌধুরী ঃ কুলাউড়া উপজেলায় এক বাড়িতে দু’দেয়ালের মাঝখানে আটকে পড়া এক গরু জীবিত উদ্ধার করলো কুলাউড়া ফায়ার সার্ভিস। রোববার বিকেলে পৌর শহরের আলালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, কুলাউড়া পৌর শহরের আলালপুর এলাকায় রেজাউল আলম খোকনের বাড়িতে রোববার বিকেল ৩টার দিকে একটি গরু প্রবেশ করে। পরে ঐ বাড়ি থেকে গরুটি বের হতে গিয়ে বাড়ির সীমানা প্রাচীর ও ঘরের দেয়ালের ফাকে কাকতালীয়ভাবে গরুটি উল্টে গিয়ে আটকে যায়। এলাকার লোকজন অনেক চেষ্টার পরেও গরুটি উদ্ধার করতে ব্যর্থ হওয়ায় অবশেষে কুলাউড়া ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলায়েত হোসেন এর নেতৃত্বে একটি রেস্কিউ টিম দ্রুত ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে ও ১ ঘন্টা উদ্ধার কাজ চালিয়ে গরুটির জীবন রক্ষা করে।

1045 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন