প্রকাশিত: এপ্রিল ৪, ২০২০
অনি চৌধুরীঃ কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম খান এর নেতৃত্বে শনিবার উপজেলার হাজিপুর, হিংগাজিয়া, পীরেরবাজার, টিলাগাও, পাইকপাড়া, নছিরগঞ্জ, বাংলাবাজার, রবিরবাজারসহ বিভিন্ন বাজারে করোনা সংক্রমণ রোধে, সামাজিক দূরত্ব নিশ্চিতকরনে, জনসচেতনতায় যৌথ বাহিনীর টহলকালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে সরকারী আদেশ অমান্য করার অপরাধে ৪ ব্যবসায়ী ও ২ মোটরসাইকেল চালককে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে মোটরসাইকেলের লাইসেন্স না থাকা ও অপ্রয়োজনে ঘোরাফেরা করার অপরাধে সড়ক পরিবহন আইনে কর্মধার ভাতাইয়ার আব্দুছ ছালামকে ৫ শত টাকা ও মনছুরপুরের আব্দুল আলেককে ৫ শত টাকাসহ ২ মোটরসাইকেল চালককে ১ হাজার টাকা এবং সরকারী আদেশ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে রবিরবাজারের নাহিদ এন্ড জাহিদ ভেরাইটিজ ষ্টোরের একলাছ আলীকে ১ হাজার টাকা, তামান্না হোটেলের আব্দুল হান্নানকে ১ হাজার টাকা, বিলেরপাড়ের পাপলু কম্পিউটার দোকানের তামজিদুল ইসলামকে ৫ শত টাকা ও বাগৃহালের হারুন টেইলার্সকে ৫ শত টাকাসহ ৪ ব্যবসায়ীকে ৩ হাজার টাকাসহ মোট ৪ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। অভিযানে সেনা বাহিনীসহ কুলাউড়া থানার পুলিশ ফোর্স অংশ গ্রহন করে।