প্রকাশিত: মার্চ ২৮, ২০২০
অনি চৌধুরী :: কুলাউড়া উপজেলায় বিরল প্রাণী তক্ষক সহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৭ মার্চ) রাতে উপজেলার রবিরবাজার এলাকার মেসার্স গার্ডেন ফিলিং স্টেশন এর সামনে থেকে তিনটি তক্ষক সহ তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নয়াগ্রামের মৃত মকবুল আলীর ছেলে মোঃ ফাহিম (২৩) ও একই এলাকায় মৃত আব্দুস শুকুরের ছেলে মাহাথির আহমদ (২২)।
আটকের ঘটনা নিশ্চিত করে কুলাউড়া থানার এসআই আব্দুর রহিম জানান, কুলাউড়া থানা এলাকায় জনসাধারণের মধ্যে মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতা কাজ শেষে থানায় ফেরার পথে গোপন সংবাদ এর ভিত্তিতে এক অভিযান পরিচালনা করে তাঁদেরকে গ্রেপ্তার করেন।
তিনি আরো জানান, দূর্লব বন্য প্রাণী তক্ষক তিনটি কুলাউড়া উপজেলার গাজীপুর বিট অফিসের কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে তিনি নিজে বাদী হয়ে থানায় ২০১২ সালের বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা করেছেন।