৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়ায় ব্যবসা প্রতিষ্টানে ৩৪ হাজার টাকা জরিমানা

আপডেট: মার্চ ১৯, ২০২০

Pic Ac Land
ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম খান এর নেতৃত্বে বৃহস্পতিবার উপজেলা শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে শহরস্থ স্টেশন চৌমুহনী এলাকায় পাকশি রেস্টুরেন্টকে লাইসেন্স না থাকার অপরাধে ১০ হাজার টাকা, গ্রীণভিউ রেস্টুরেন্টকে অপরিষ্কার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের অপরাধে ৬ হাজার টাকা, দক্ষিণ বাজার এলাকার হাসান ট্রেডার্সে বেশি দামে মাস্ক বিক্রি করার অপরাধে ৫ হাজার টাকা, পেয়াজ বেশি দামে বিক্রি করার অপরাধে স্বর্ণা ভেরাইটিজ স্টোরকে ৫ হাজার টাকা, আজমল এন্ড সন্সকে ৪ হাজার টাকা ও আতাউর এন্ড ব্রাদার্সকে ৪ হাজার টাকাসহ মোট ৩৪ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। অভিযানে কুলাউড়া থানার পুলিশ ফোর্স সহযোগিতা করে।

2939 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন