২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়ায় হাম-রুবেলা টিকাদানের এ্যাডভোকেসী সভা

প্রকাশিত: মার্চ ১৫, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত হাম-রুবেলা টিকাদান কর্মসূচীর সফল বাস্তবায়নের লক্ষে রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জনপ্রতিনিধি,সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিদের নিয়ে এক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার নুরুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজরাতুন নাঈম খান, উপজেলা পঃপঃ কর্মকর্তা মধুসুধন পাল চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারঃ) মোঃ মামুনুর রহমান, কুলাউড়া অফিসার্স ক্লাব সম্পাদক ডাঃ মোঃ সুলতান আহমদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির। স্বাগত বক্তব্যে ডাঃ প্রদীপ চৌধুরী হাম-রুবেলা টিকাদান কর্মসুচীতে কুলাউড়া উপজেলায় ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী ৮৯ হাজার ৬ শত শিশুকে টিকাদানের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে বলে জানান। সভায় বক্তারা হাম-রুবেলা টিকাদান কর্মসুচী বাস্তবায়নে মাইকিং,ব্যাপক প্রচারনা ও জনসচেতনতার উপর গুরুত্বারোপ করে কর্মসুচী সফলে সর্বমহলের সহযোগিতা কামনা করেন।

526 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন