১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ার যুবকের সৌদিতে মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: মার্চ ৩, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট: কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের জাকির আহমদ (২২) নামে এক বাংলাদেশী যুবক সৌদিতে সড়ক দূর্ঘটনায় মর্মান্তিকভাবে মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, পৃথিমপাশা ইউনিয়নের আমুলী গ্রামের নছিম আলীর পুত্র জাকির আহমদ ৬ পুর্বে সৌদিতে গিয়ে তার কফিলের গাড়ীর ড্রাইভার হিসেবে কাজ নেয়। মঙ্গলবার সকালে মক্কা এলাকায় সে গাড়ী চালানোর সময় আকস্মিকভাবে সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহত জাকিরের লাশ বর্তমানে হাসপাতালে মর্গে রয়েছে। জাকিরের লাশ দেশে পাঠানোর জন্য আইনি বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। এদিকে জাকিরের অকাল মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য গজভাগ স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি উত্তীর্ন পরিবারের বড় ছেলে জাকির মৃত্যুকালে তার মা-বাবা, ২ ভাই ৪ বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

1628 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন