প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২০
ডেক্স রিপোর্ট : কুলাউড়া থানা পুলিশ রবিবার রাতে ব্রাহ্মনবাজার এলাকায় এক অভিযান চালিয়ে উজ্জ্বল মিয়া (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে।
থানাসুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এসআই কানাই লাল চক্রবর্তী ও এএসআই আবু আহম্মেদ সুজনের নেতৃত্বে একদল পুলিশ ব্রাহ্মণবাজারের মুসলিম এইড হাসপাতালের সামনে এক অভিযান চালিয়ে উপজেলার কামারকান্দি এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তাকে তল্লাশী করে তার কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করে সোমবার মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হবে।