৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কুলাউড়ায় সিএনজি দুর্ঘটনায় আহত কৃষকলীগ নেতা নবেল

আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২০

84237333 2558719270923378 6963249882219937792 N~2
ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্ট :: কুলাউড়া উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা নবেল হাসান তালুকদার সিএনজি দুর্ঘটনায় আহত হয়েছেন।

জানা গেছে, গত মঙ্গলবার ছকাপন থেকে কুলাউড়ায় উপজেলা কৃষকলীগের বর্ধিত সভায় সিএনজি যোগে আসার সময় কাদিপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে কৃষকলীগনেতা আব্দুল মালিকের বাড়ির সামনে এসে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পিলার ও বাশঝাঁড়ে ধাক্কা খায়।

পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট ওসমানী মেডিকল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নবেল হাসান জানান, দুর্ঘটনায় ডান পায়ে হাটুর নিচ ভেঙ্গে গেছে। সিএনজি ড্রাইবারের বেপরোয়া চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা পিলার ও বাশঝাঁড়ে প্রচণ্ডবেগে ধাক্কা খায়। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

341 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন