২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়া আদর্শ পাঠাগারের সেরা পাঠকদের পুরস্কার প্রদান

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ ‘আহমদ জে. সোহান ফাউন্ডেশন’র সৌজন্যে ‘কুলাউড়া আদর্শ পাঠাগার’র ত্রৈমাসিক সেরা পাঠক নির্বাচনে উত্তীর্ণদের সোমবার আনুষ্ঠানিকভাবে পুরষ্কৃত করা হয়েছে। ‘আদর্শ পাঠাগার’র প্রতিষ্ঠাতা, ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজর প্রভাষক মোঃ খালিক উদ্দিন এর সভাপতিত্বে ও পাঠক সদস্য দিলু মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ‘আদর্শ পাঠাগার’র উপদেষ্টা, ‘ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজ’র উপাধ্যক্ষ মোঃ এমদাদুল ইসলাম ভুট্টো নির্বাচিত সেরা পাঠকদের হাতে পুরস্কার তুলে দেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ‘ভুকশিমইল উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ (অবঃ) মোঃ মাসুক শিক্ষার্থীদের উদ্দেশ্য বই পড়ার প্রতি গুরুত্বারোপ করে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ‘পরিবার কল্যাণ সহকারী’ মিসেস আলেয়া খানম ও তাছলিমা আক্তার মুন্নি। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠাগারের শিক্ষানুরাগী সদস্য মিসেস কুলছুমা আক্তার চাঁপা, মিসেস পারভীন আক্তার জবা প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পাঠাগারে পাঠক সদস্য মাসুম আহমদ, রাজু আহমদ, সুমন আহমদ, লিমা আক্তার, নাছিমা জান্নাত, রিপা আক্তার।

উল্লেখ্য ‘নভেম্বর ২০১৯ থেকে জানুয়ারী-২০২০’ পর্যন্ত তিন মাসে সেরা পাঠক নির্বাচনে সবচেয়ে বেশি সংখ্যক বই পড়ে সেরা পাঠক নির্বাচিত হয়েছেন ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজ’র সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাছনীম নয়ন, জান্নাতুল ফেরদৌস চৌধুরী, জাহানারা আক্তার, লিমা আক্তার, কুলাউড়া সরকারী কলেজর ইংরেজি বিভাগের শিক্ষার্থী নাছিমা জান্নাত ও সুমন আহমদ।
‘আদর্শ পাঠাগার’র প্রতিষ্ঠাতা প্রভাষক মোঃ খালিক উদ্দিন জানান প্রতি তিন মাস অন্তর সেরা পাঠক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত পাঠকদেরকে ‘আহমদ জে. সোহান ফাউন্ডেশন’ এর সৌজন্যে পুরষ্কৃত করা হবে।

645 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন