৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ওমানে সড়ক দুর্ঘটনায় কুলাউড়ার ২ জন নিহত

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট ঃ কুলাউড়া উপজেলার লিয়াকত আলী (৪০) ও ছবুর মিয়া (৩০) নামে দু’ওমান প্রবাসী এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানা গেছে।
জানা যায় ওমান প্রবাসী লিয়াকত আলী ও ছবুর মিয়া রোববার বিকেলে ওমানের আদম এলাকায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রবাসী উভয়ের মৃত্যু হয়। নিহত লিয়াকত আলী কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলের পার গ্রামের মৃত মুসলিম আলী ওরফে মকু মিয়ার ছেলে এবং ছবুর মিয়া শরীফপুর ইউনিয়নের সঞ্জবপুর নিবাসী মৃত সহিদ আলীর ছেলে। ওমানের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লিয়াকত আলী ও ছবুর মিয়ার নিহত হওয়ার খবর পেয়ে দেশে স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল বাছিত বাচ্চু ও শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জোনাব আলী জানান, নিহতদের লাশ দেশে আনার প্রস্তুতি চলছে।

559 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন