২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ার চা-বাগান কর্মকর্তা আকমল আলীর ইন্তেকাল

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলার কালিটি চা-বাগানের হেড ক্লার্ক ও উপজেলা সার্ভে-আমিন কল্যাণ সমবায় সমিতি লিঃ এর “সার্ভে-উপদেষ্ঠা” মোঃ আকমল আলীর (আমিন বাবু) দাফন সোমবার তার নিজ গ্রাম মিটুপুরে সম্পন্ন হয়েছে। মোঃ আকমল আলী গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি —- রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। সদা হাস্যজ্জ্বোল, বিনয়ী, সদালাপী আমিন বাবুর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
সোমবার বেলা ১১টায় প্রতাবী অগ্রনী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মরহুমের প্রথম জানাযার নামাজে ইমামতি করেন কালিটি চা-বাগান মসজিদের ইমাম ক্বারী ছখই আলী। বেলা ২টায় নিজ গ্রাম জয়চন্ডী ইউনিয়নের মিঠুপুর মসজিদ সংলগ্ন মাঠে দ্বিতীয় জানাজায় ইমামতি করেন মাওঃ নজরুল ইসলাম মিঠুপুরী। জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কালিটি চা-বাগানের স্বত্বাধিকারী কয়ছর আহমদ, ব্যবস্থাপক প্রণব কুমার দাস, সহকারী ব্যবস্থাপক মোঃ তৌফিক মিয়া, কুলাউড়া উপজেলা সার্ভে-আমিন কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ আব্দুল মুহিত সেলিম, যুগ্ম সম্পাদক এ.কে.এম. মহিউদ্দিন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

467 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন