১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

কুলাউড়ায় বিজিবি’র অভিযানে অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২০

ফেইসবুকে শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলার আলীনগর বিজিবি’র অভিযানে আশিক আলী নামে এক ভারতীয় নাগরিককে অস্ত্রসহ রোববার বিকেলে গ্রেফতার করা হয়েছে।
ক্যাম্পসুত্রে জানা যায় কুলাউড়া উপজেলাধীন পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর বিজিবি ক্যাম্পের সুবেদার মোঃ আলমগীর হোসেন ভুইয়ার নেতৃত্বে বিজিবি সদস্যরা রোববার বিকেলে সীমান্ত এলাকায় টহলকালীন সময়ে শিকড়িয়া এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী আশিক আলী (৩৫) নামে ভারতীয় এক নাগরিককে আটক করে। আটক আশিক ভারতের কৈলাশহর জেলার টিলাগাও লক্ষীপুর নিবাসী মৃত ওবায়দুল্লাহর পুত্র। পরে আশিকের ব্যাগ তল্লাশী করে একটি এয়ারগান (অস্ত্র)সহ ভারতীয় অন্যান্য জিনিষপত্র জব্দ করা হয়। গ্রেফতারকৃত আশিককে জব্দকৃত মালামালসহ রাতে কুলাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।


ফেইসবুকে শেয়ার করুন
863 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন