৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

কুলাউড়ায় মুজিববর্ষ উদযাপন

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী (মুজিববর্ষ) এবং বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে দু’দিনব্যাপী কর্মসুচী শনিবার সম্পন্ন হয়েছে। দু’দিনব্যাপী কর্মসুচীর মধ্যে ছিল শুক্রবার বিকেলে কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রীর ক্ষনগননা উদ্বোধন কার্যক্রমের সরাসরি সম্প্রচার এবং অনুষ্ঠান শেষে উপজেলা প্রাঙ্গনে সুইচটিপে ক্ষণগণনা যন্ত্রের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ এ.কে.এম সফি আহমদ সলমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী ও সাংস্কৃতিক অনুষ্টান এবং পরদিন শনিবার সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রা,স্বাধীনতা সৌধ চত্তরে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী,বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক আলোচনা,শিশু একাডেমীর আয়োজনে শিশু-কিশোরদের অংশ গ্রহনে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা,বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান ও রাতে বর্ণিল আতশবাজি প্রদর্শন।
কুলাউড়া স্বাধীনতা সৌধচত্বরে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল মাহমুদ ভুইয়ার পরিচালনায় ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ.কে.এম সফি আহমদ সলমান। প্রবন্ধ উপস্থাপন করেন ভাটেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।
বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু,কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান,কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নূরুল হক,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব,কুলাউড়া এনসি সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন,কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মতিন,কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সম্পাদক মইনুল ইসলাম শামীম,কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ প্রমুখ। সভার পুর্বে উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,কুলাউড়া প্রেসক্লাবসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশ গ্রহনে এক বন্যাঢ্য আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।

665 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন