প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২০
আপডেট:
গতকাল আলোর পাঠশালা-কুলাউড়া ‘র ১৫তম ক্লাসে কুলাউড়া সমস্যা ও সম্ভাবনা উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে পোশাক বই খাতা পেন্সিল বিতরণ করা হয়,
এতে উপস্থিত ছিলেল:- আলোর পাঠশালার মুখপাত্র আব্দুলা আল মাছুম, মুখপাত্র (সার্বিক) সিদ্দিক, সদস্য, সাহান, নবীন, শাকিল, সুমন,তপন, রাজন,মনির, রিয়া, নাঈম, আলিজা, প্রিয়া, মনি, রুবেল, তালিম, রাজু, প্রমুখ।