২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়া সমস্যা-সম্ভাবনা উদ্যোগে আলোর পাঠশালা শিক্ষার্থীদের মধ্যে পোশাক বই খাতা পেন্সিল বিতরণ।

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২০

ফেইসবুকে শেয়ার করুন

গতকাল আলোর পাঠশালা-কুলাউড়া ‘র ১৫তম ক্লাসে কুলাউড়া সমস্যা ও সম্ভাবনা উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে পোশাক বই খাতা পেন্সিল বিতরণ করা হয়,
এতে উপস্থিত ছিলেল:- আলোর পাঠশালার মুখপাত্র আব্দুলা আল মাছুম, মুখপাত্র (সার্বিক) সিদ্দিক, সদস্য, সাহান, নবীন, শাকিল, সুমন,তপন, রাজন,মনির, রিয়া, নাঈম, আলিজা, প্রিয়া, মনি, রুবেল, তালিম, রাজু, প্রমুখ।


ফেইসবুকে শেয়ার করুন
1073 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন