২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়া আইন-শৃংখলা কমিটির সভায় ৩দিনের মধ্যে বিলবোর্ড অপসারনের সিদ্ধান্ত

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট ঃ কুলাউড়া উপজেলা আইন শৃংখলা কমিটির সভা বৃহস্পতিবার ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্টিত হয়। সভায় সার্বিক আইন শৃংখলার বিষয় নিয়ে আলোচনাকালে আসন্ন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে শান্তি-শৃংখলা স্বাভাবিক রাখার উপর গুরুত্বারোপ করে কুলাউড়া শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন শহরে গড়ে তোলার লক্ষে নিজ নিজ উদ্দোগে ৩দিনের মধ্যে সকল ধরনের বিলবোর্ডসহ অবৈধ স্থাপনা অপসারন করার ও শহরের ড্রেনসহ সকল আবর্জনা অপসারনের জন্য পৌর মেয়রকে নির্দেশ দেয়ার, মাইকিং করে যে কোন ধরনের প্রচারনা জনস্বার্থে শব্দ দুষনে সতর্কতা অবলম্বনের সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি,ওসি ইয়ারদৌস হাসান,আরএমও ডাঃ জাকির হোসেন,কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী,ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ আহমদ,নবাব আলী বাখর খান,এমএ রহমান আতিক,সৈয়দ একেএম নজরুল ইসলাম,আব্দুল বাছিত বাচ্চু,আজিজুর রহমান মনির,কমর উদ্দিন আহমদ কমরু,আব্দুল আহবাব চৌধুরী শাহজাহান,আব্দুল মালিক,কমর উদ্দিন আহমদ কমরু,বুবলী আক্তারসহ বিজিবি প্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

1083 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন