বিজ্ঞপ্তি :: “ফ্রিল্যান্সিং শিখুন আয় করুন ” এই প্রতিপাদ্য নিয়ে কুলাউড়ায় প্রথমবারের মতো ‘‘ইন্সটিটিউট অফ মডার্ণ লার্নিং আইটি এন্ড এডুকেশন’’ ফ্রিল্যান্সিং এর উপর ফ্রী সেমিনার দিতে যাচ্ছে।
যারা লেখা-পড়ার পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয় করতে চান। তাদের জন্য এই ফ্রী সেমিনারের আয়োজন। আগামী মঙ্গলবার(২৯ অক্টোবর) সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এই সেমিনার সবার জন্য উন্মুক্ত থাকবে।
যারা সেমিনারে যোগ দিতে আগ্রহী তাদেরকে নিম্নে যোগাযোগ করার জন্য আহবান জানানো হল।
স্থানঃ ‘‘ইন্সটিটিউট অফ মডার্ণ লার্নিং আইটি এন্ড এডুকেশন’’
মুরাদ ভবন, দক্ষিনবাজার কুলাউড়া।
মোবাইল : ০১৭৯৭১৬৩৩৩৩/ ০১৭৩৯১৩৮১৬২