২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়ায় বিদ্যুতের পিলার বহনকারী গাড়ির ধাক্কায় শিশু নিহত

আপডেট: অক্টোবর ২০, ২০১৯

PIC-Accident-6
ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলার কালিটি চা-বাগানে বিদ্যুতের পিলার বহনকারী গাড়ীর ধাক্কায় জয় অলমিক (৮) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
জানা যায় কুলাউড়া উপজেলার কালিটি চা-বাগানের ভেতরে গত শনিবার সন্ধার পর বিদ্যুতের পিলার বহনকারী গাড়ীর ধাক্কায় জয় নামে এক শিশু আহত হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে কুলাউড়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে আশংকাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করলে পথিমধ্যে সে মারা যায়। নিহত শিশু জয় কারিতাস স্কুলের ২য় শ্রেণীর ছাত্র। এ ঘটনায় পুলিশ গাড়ী চালক হাসমত আলী ও হেলপার আল অমিনকে গ্রেফতার করে রোববার মৌলভীবাজার কোর্টে সোপর্দ করেছে।

506 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন