২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়া সরকারী কলেজে রবীন্দ্রনাথের শত বছর উদযাপন পরিষদের সভা

আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০১৯

PIC-Hanan
ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট ঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুলাউড়ায় আগমনের শত বছর উদযাপন উপলক্ষে কুলাউড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উপর বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা আয়োজনের লক্ষে সোমবার কুলাউড়া সরকারি কলেজের হলরুমে শতবর্ষ পুর্তি উদযাপন পরিষদের এক সভা অনুষ্টিত হয়।
প্রতিযোগিতা উপ-পরিষদের আহ্বায়ক, কুলাউড়া নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন উদযাপন পরিষদের সদস্য সচিব,কুলাউড়া সরকারী কলেজের উপাধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান,প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের আহ্বায়ক সফিক মিয়া আফিয়ান,সদস্য লুৎফুর রহমান,প্রভাষক জমশেদ খান,প্রভাষক মাহবুবুর রহমান,প্রভাষক সঞ্জিব কুমার দাস,প্রভাষক মোঃ খালিক উদ্দিন প্রমুখ। সভায় রবীন্দ্র বিষয়ে বিভিন্ন্র প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশ গ্রহনের আহ্বান জানানো হয়।

524 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন