২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়ায় লক্ষাধিক টাকার মাছ জব্দ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলা প্রশাসন শুক্রবার ভোররাতে আলীনগর বিজিবি’র সহযোগিতায় পৃথিমপাশা ইউনিয়নের সরকারি বৃন্দারাণী দীঘি থেকে রাতের আধারে মাছ চুরির সময় লক্ষাধিক টাকার মাছ আটক করতে সক্ষম হয়েছে।
জানা যায় পৃথিমপাশা ইউনিয়নের সরকারি বৃন্দারাণী দীঘি থেকে শুক্রবার রাতে কতিপয় মৎস্য চোর রাতের আধারে অবৈধভাবে জাল দিয়ে মাছ চুরির সময় সীমান্তবর্তী আলীনগর বিজিবি’র টহল বাহিনী তাদের ধাওয়া করলে চোরেরা মাছ ফেলে রেখে পালিয়ে যায়। পরে ভোররাতে বিজিবি কমান্ডার মোঃ আলমগীর ভুইয়া কুলাউড়া ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি তাৎক্ষনিকভাবে পদক্ষেপ গ্রহন করেন। সকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজরাতুন নাঈম এর নেতৃত্বে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ,ইউপি চেয়ারম্যান নবাব আলী বাকর খান,ইউনিয়ন ভুমি কর্মকর্তা মুজিবুর রহমান,সার্ভেয়ার ফিরোজ আলম,ক্যাম্প কমান্ডার আলমগীরসহ কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে জালসহ ৮৭০ কেজি পরিমান মাছ জব্দ করেন। পরে জব্দকৃত মাছ ঘটনাস্থলে ১ লক্ষ ৪৫ হাজার টাকায় নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে জমা করা হয়। এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলে সহকারী কমিশনার(ভূমি) নাজরাতুন নাঈম জানান।

928 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন