৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কুলাউড়ায় আহত কিশোরের মৃত্যু। আটক ৩

আপডেট: সেপ্টেম্বর ৮, ২০১৯

Pic Soleman
ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে পুর্ব ঘটনার জের ধরে প্রতিপক্ষের আঘাতে সুলেমান (১৪) নামে এক আহত কিশোর সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা গেছে। উক্ত ঘটনায় পুলিশ আঘাতকারী পক্ষের ৩জনকে রোববার গ্রেফতার করেছে।
থানা সুত্রে জানা যায়, উপজেলার কর্মধা ইউনিয়নের পুর্ব ফটিগুলি গ্রামের মৃত বাজিদ আলীর পুত্র কিশোর সুলেমান গত শুক্রবার সকালে পার্শ্ববর্তী আনু মিয়াদের বাড়ীতে গেলে আনু মিয়ার ছেলে রেদোয়ান মিয়ার নেতৃত্বে সুলেমানকে তাদের ঘরের ভেতরে আটকে রেখে রশি দিয়ে হাত পা বেঁধে বেধড়ক মারপিট করায় সে গুরুতর আহত হয়। এক পর্যায়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার মাসুক মিয়াসহ লোকজন এসে সুলেমানকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। শনিবার রাতে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুলেমানের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত কিশোরের ভাই ইমরান আলী বাদী হয়ে রোববার ৫ জনকে আসামী করে কুলাউড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। কুলাউড়া থানার এসআই রহিম ্এর নেতৃত্বে পুলিশ রোববার এলাকায় এক অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আনু মিয়া (৪৫), তার স্ত্রী পিয়ারা বেগম (৪০) ও মেয়ে আসলিমা বেগম (১৮) কে গ্রেফতার করেছে। ঘটনার সাথে জড়িত অপর ২ আসামীকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে ্এস আই রহিম জানান।

852 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন