৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়ার বিদায়ী ইউএনও-কে এমপির ক্রেষ্ট প্রদান

আপডেট: আগস্ট ২৫, ২০১৯

Img 20190825 182556 741
ফেইসবুক শেয়ার করুন

অনি চৌধুরীঃ কুলাউড়া উপজেলার সদ্য পদোন্নতিপ্রাপ্ত বিদায়ী ইউএনও মুহাম্মদ আবুল লাইছকে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।  রোববার বিকেলে ইউএনও অফিসে এমপির অনুসারীদের উপস্থিতিতে বিদায়ী ইউএনও’র কাছে ক্রেষ্ট প্রদান করেন এমপির বিশেষ সহকারী সোহেল আহমদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান,গনফোরাম নেতা মোতাহির আলম চৌধুরী,বিমলেন্দু সেন কৃষ্ণ,শফিকুল ইসলাম জাহেদ,আহবাব হোসেন রাসেল,মিনহাজ উদ্দিন কমরু,শেখ রুহেল আহমদ,শুয়েব আহমদ,সাংবাদিক শাহবান রশীদ চৌধুরী অনি, একেএম জাবের,উপজেলা ছাত্রকল্যান পরিষদের সভাপতি আব্দুল লতিফ,কামরুল জামান সুমন,শাহাদাত হোসেন,মহরম উদ্দিন মনজু প্রমুখ।
উল্লেখ্য কুলাউড়া ইউএনও মুহাম্মদ আবুল লাইছ সম্প্রতি পদোন্নতি পেয়ে যশোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলী হয়েছেন।

972 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন