৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় নিখোজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার

প্রকাশিত: আগস্ট ১, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলার বালিচিরি গ্রামের পলাশ শব্দকর (৯) নামে নিখোজ এক স্কুল ছাত্রের লাশ গতকাল বৃহস্পতিবার পুলিশ উদ্ধার করেছে।
জানা যায় কুলাউড়া উপজেলাধীন কুলাউড়া ইউনিয়নের বালিচিরি এলাকার পরিমল শব্দকরের ছেলে শংকরপুর প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্র পলাশ শব্দকর গত বুধবার সকালে নিখোজ হয়। পরে অনেক খোজাখুজির পর তার সন্ধান না পাওয়ায় তার বাবা বুধবার কুলাউড়া থানায় জিডি করেন। জিডির প্রেক্ষিতে পুলিশ বৃহস্পতিবার সকালে একই এলাকার জাহেদ (১৪) নামে এক বখাটেকে আটক করে। পরে তার স্বীকারোক্তিনুযায়ী দুপুরে এসআই দিদার কালিটি চা-বাগানের ১০ নং লাইন থেকে নিখোজ পলাশের লাশ উদ্ধার করেন। এ ঘটনায় পুলিশ জাহেদ,তার বাবা মির্জান আলী ও রাহেল নামে ৩ জনকে আটক করেছে। এ ব্যাপারে নিহত পলাশের বাবা আটক ৩ জনসহ অজ্ঞাত আরো আসামী দিয়ে বৃহস্পতিবার থানায় হত্যা মামলা দায়ের করেছে বলে থানাসুত্রে জানা গেছে।

1018 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন