প্রকাশিত: জুলাই ৬, ২০১৭
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ রবিবার (৭ জুলাই) রাজধানীসহ সারাদেশে আধাবেলা (সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত) হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোট। তাদের এ কর্মসূচি সফল করতে শনিবার (৬ জুলাই) সন্ধ্যায় নগরীতে মশাল মিছিল করা হয়েছে।
বাম জোটের ডাকা এ হরতালে সমর্থন দিয়েছে বিএনপিসহ সরকারবিরোধী অধিকাংশ রাজনৈতিক দল। আওয়ামী লীগের সরকারের তৃতীয় মেয়াদের এটাই হবে প্রথম হরতাল।
গত ৩০ জুন গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা দেওয়ার পরদিন ১ জুলাই হরতালের ডাক দেয় ৮ দলের সমন্বয়ে গঠিত বাম গণতান্ত্রিক জোট। গ্যাসের এই বাড়তি দাম ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সব ধরনের গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম গড়ে ৩২ দশমিক ৮ শতাংশ বাড়িয়েছে।
বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে, অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। সরকারের পক্ষ থেকে যে গণশুনানি হয়, সেটিও ‘তামাশায়’ পরিণত করা হয়েছে। বিরোধীদের দাবি, গ্যাস বিতরণ ও সরবরাহকারী কোম্পানিগুলো দাম বাড়ানোর পক্ষে জোরালো কোনও যুক্তি দেখাতে পারেনি।
আধাবেলার এ হরতাল সফল করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বাম গণতান্ত্রিক জোটের শরিক দলগুলোর নেতাকর্মীরা।
আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, হরতালে যেকোনও ধরনের নাশকতা মোকাবিলায় তাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।
জোটের শরিক সিপিবির প্রেসিডিয়াম সদস্য রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় জমায়েত হবো। নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান নেবেন।