১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ভ্যাকসিন হিরো পুরস্কার প্রাপ্তিতে আনন্দ র‌্যালী

প্রকাশিত: অক্টোবর ৫, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ জাতীয় গ্লোবাল এলায়েন্স ফর ভ্যাক্সিনেশন এন্ড ইমুনাইজেশন (জিএভিআই) কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো পুরস্কারে ভূষিত হওয়ায় বাংলাদেশ স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সহকারী,সহকারী স্বাস্থ্য পরিদর্শক,স্বাস্থ্য পরিদর্শক,মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) ও কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শনিবার অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নুরুল হকের সভাপতিত্বে ও স্বাস্থ্য সহকারী নাজমুল হক মুকুলের পরিচালনায় আনন্দ র‌্যালী ও আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমিটির সদস্য, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, স্যানেটারি ইন্সেপেক্টর মোঃ জসিম উদ্দিন আহমদ,স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ আব্দুল আউয়াল,সহকারি স্বাস্থ্য পরিদর্শক আব্দুল আহাদ চৌধুরী,স্বাস্থ্য সহকারী লুৎফুর রহমান, হাবিবুর রহমান সেলিম,এমটি (ইপিআই) আপ্তাব উদ্দিন প্রমুখ।
ডাঃ নুরুল হক বলেন,প্রধানমন্ত্রীর দূরদর্শী সম্পন্ন সাহসী পদক্ষেপ ও স্বাস্থ্য সহকারীদের টিকাদান কর্মসূচিতে একনিষ্ঠতা বাংলাদেশের স্বাস্থ্যখাতকে এক অনন্য উচ্চ শিখরে নিয়ে যেতে সক্ষম হওয়ায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ‘ইমিউনাইজেশনের ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের স্বীকৃতি’ শীর্ষক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো উপাধি পুরস্কার দেয়া হয়। তিনি প্রধানমন্ত্রী জিএভিআই কর্তৃক ভূষিত হওয়া স্বাস্থ্য সহকারীদের নিরলস কর্মের অর্জন উল্লেখ করে স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদ মর্যাদাসহ উচ্চতর গ্রেডে প্রদায়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী জানান।

831 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন