৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় ‘হিংগাজিয়া শাহী জামে মসজিদ’ এর উদ্বোধন

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট: কুলাউড়ার উপজেলার ব্রা‏হ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া গ্রামে প্রতিষ্ঠিত প্রখ্যাত ওলিয়ে কামেল আল্লামা বিশকুটি (রঃ) স্মৃতিবিজড়িত ‘হিংগাজিয়া শাহী জামে মসজিদ’ এর উদ্বোধনকালে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (অর্থ) শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। সমাজে অশান্তি কিংবা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনভাবে ইসলাম সমর্থন করেনা। মানুষকে হেদায়েতের জন্য যুগে যুগে আল্লাহ তায়ালা পৃথিবীতে নবী-রাসুল পাঠিয়েছেন। আমাদের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সঃ) দুনিয়া থেকে বিদায় নেয়ার পর আর কোন নবী-রাসুল পৃথিবীতে আগমন করবেন না। কিন্তু তাঁদের দেখানো পথ অনুসরণ করে ইসলামের বিধান ওলি-আউলিয়াদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত চলবে। আল্লামা বিশকুটি (রঃ) ছিলেন যুগের শ্রেষ্ঠ ওলি। তিনি শুধু হিংগাজিয়া শাহী জামে মসজিদ নয়, এলাকার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান হিংগাজিয়া সিনিয়র মাদরাসাসহ দেশে-বিদেশে অসংখ্য মসজিদ-মাদরাসা প্রতিষ্ঠা করেছেন। তাঁর রেখে যাওয়া এসব দ্বীনি প্রতিষ্ঠান থেকে ইসলামের আলো চারিদিকে ছড়িয়ে-ছিটিয়ে পড়ছে। বিশকুটি (রঃ) এর প্রতিষ্ঠিত এসব প্রতিষ্ঠানের খেদমত করতে তিনি সকলের প্রতি অনুরোধ করেন। গত শুέবার মসজিদের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এনামুল মাহবুব ফয়ছলের পরিচালনায় বক্তব্য রাখেন ব্রা‏হ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বিশকুটি (রঃ) এর সুযোগ্য নাতি আব্দুল্লাহ আল মশহুদ আল মাজেদ, কমিটির সহ-সভাপতি নোমান আহমদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম খান, হযরত শাহজালাল (রঃ) দরগাহের খাদেম ছরকুম ফতেহ উল্লাহ আল আমান, বাবনিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাও. আহসান উদ্দিন, নিজামিয়া বিশকুটি এতিমখানা মাদরাসার অধ্যক্ষ মাও. আবুল কালাম, সমাজসেবক ও রাজনীতিবিদ সাইফুর রহমান শাহীন, কুলাউড়া বনফুলের সত্ত্বাধিকারী আবুল কাসেম চৌধুরী, মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ আবুল কালাম চৌধুরী ও সমাজসেবক আশরাফুজ্জামান রেনু প্রমুখ। পবিত্র জুমার নামাজ আদায়ের মাধ্যমে ঐহিত্যবাহী এ মসজিদের উদ্বোধনশেষে মিলাদ পরিচালনা করেন খতিব মাও. মো. ছালিক উদ্দিন ও ইমাম মাও. আমিন উদ্দিন।

624 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন