৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় দোকান খোলা রাখায় যৌথ বাহিনীর মোবাইল কোর্ট

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম খান এর নেতৃত্বে বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনী ও কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলার শ্রীপুর, ভাটেরা ও ফুলেরতল বাজারসহ বিভিন্ন বাজারে করোনা ভাইরাস সংক্রমণ রোধে ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরনে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানকালে সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় মোবাইল কোর্টের মাধ্যমে ৫ ব্যবসায়ীকে মোট ১১ হাজার টাকা জরিমানা এবং শ্রীপুর বাজারের এক গরীব চা-দোকানী গনি মিয়াকে সেনাবাহিনীর পক্ষ থেকে চাল, ডাল, তেল, পিয়াজ ও আলুসহ ত্রানের প্যাকেট প্রদান করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে সরকারী আদেশ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে বরমচাল ইউনিয়নের ফুলেরতল বাজারের জননী বস্ত্র বিতান ১ হাজার টাকা, রাজশ্রী টেইলার্স ৩ হাজার টাকা, মা-কম্পিউটার ১ হাজার টাকা, লাইফ ষ্টাইল দোকান ১ হাজার টাকা ও জননী জুয়েলার্সকে ৫ হাজার টাকাসহ মোট ১১ হাজার টাকা অর্থদন্ড করে আদায় করা হয়। এছাড়া অভিযানকালে শ্রীপুর বাজারের এক চা-দোকান খোলা রাখায় অসহায় গনি মিয়াকে জরিমানা না করে সরকারী আইন মেনে চলার পরামর্শ দিয়ে তার পরিবারকে সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রানের প্যাকেট প্রদান করা হয়।

1822 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন