অনি চৌধুরীঃ কুলাউড়ায় সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে জেলা প্রশাসন, পুলিশ ও বিজিবির সমন্বয়ে যৌথ গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও চাতলাপুর চা-বাগান কর্তৃপক্ষের সহযোগিতায় বৃহস্পতিবার উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন শরীফপুরের চাতলাপুর চা বাগানে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন সিলেটের বিভাগীয় কমিশনার ও ডিআইজির নির্দেশে আয়োজিত গণশুনানীতে সীমান্তে সন্ত্রাস, মাদক ও চোরাকারবার ঠেকাতে বিজিবির সাথে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং চোরাই পথে ভারতের চা পাতা বাংলাদেশে প্রবেশে রোধ করার আহ্বান জানান। তিনি গুজব প্রসঙ্গে বলেন, বর্তমান সময়ে গুজব সমাজকে ধ্বংশ করে ফেলছে। গুজবে কেউ কান না দিয়ে সকলে মিলে গুজব প্রতিহত করতে হবে। অন্যথায় যে গুজব ছড়াবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন সকলের প্রচেষ্টায় সুন্দরভাবে কাজ করে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাইম খান, এনএসআই উপ-পরিচালক আবু আব্দুল্লাহ, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর,উপজেলা পিআইও শিমুল আলী, কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান,কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান,চাতলাপুর বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মোস্তফা কবির, শরীফপুর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, টিলাগাও ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক, কর্মধা ইউপি চেয়ারম্যান এম এ রহমান আতিক, চাতলাপুর চা বাগান ম্যানেজার ইফতেখার ইনাম প্রমুখ।