নিরাপদ সড়ক গড়তে সিলেট বিভাগে নতুন ৬টি হাইওয়ে থানা স্থাপন হচ্ছে বলে জানা গেছে। এর মধ্যে সিলেট জেলায় ৩টি, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় একটি করে হাইওয়ে থানা স্থাপিত হবে।
সূত্র জানায়, মৌলভীবাজার জেলার কুলাউড়ায়, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ, হবিগঞ্জ জেলার মাধবপুর, সিলেটের বিয়ানবীবাজারের চারখাই, কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ হাইওয়ে থানা স্থাপনের প্রক্রিয়া চলছে।
প্রতি হাইওয়ে থানায় সম্ভাব্য জনবল কাঠামোতে রয়েছে- ১ জন পরিদর্শক, ৩ জন উপ-পরিদর্শক, ১ জন সার্জেন্ট, ৪ জন সহকারী উপ-পরিদর্শক ও ২৫ জন কনস্টেবল।
এছাড়া, ১টি ডাবল কেবিনের পিক-আপ ও ২টি মোটর সাইকেলও বরাদ্দ থাকবে প্রত্যেকটি থানার জন্য।
কুলাউড়ার ব্রাহ্মণবাজার এলাকায় হাইওয়ে থানার সম্ভাব্য স্থান নির্ধারণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ, সিলেট রিজিওন’র পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ। তিনি বলেন, কুলাউড়া-জুড়ীসহ আশপাশের সড়কের জন্য স্থাপন করা হবে কুলাউড়া হাইওয়ে থানা। ৬টি হাইওয়ে থানার স্থান পর্যালোচনা করে শীঘ্রই হাইওয়ে পুলিশের সদর দপ্তরে প্রতিবেদন পাঠানো হবে।