ডেক্স রিপোর্ট :: মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) এর ফাইনাল খেলা সোমবার অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্টিত সমাপনী খেলায় কুলাউড়া উপজেলা বালিকা দল ১-০ গোলে মৌলভীবাজার সদর উপজেলা বালিকা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন এর সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানের সঞ্চালনায় চ্যাম্পিয়ান ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ।

অভিনন্দন ঃ কুলাউড়া উপজেলা বালিকা দল জেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করায় অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেছেন মৌলভীবাজার-২ আসনের এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান,কুলাউড়া ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী,কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। বিবৃতিদাতারা কুলাউড়া বালিকা চ্যাম্পিয়ান দল আগামীতে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ান হয়ে ঐতিহ্যবাহী কুলাউড়ার গৌরব অক্ষুণ্ণ রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।