স্টাফ রিপোর্টার : জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশিষ্ট লেখক ও কলামিস্ট, যুক্তরাজ্য প্রবাসী আহবাব চৌধুরী খোকন রচিত ‘জিরো পয়েন্ট’ এর প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে। ১১ মে মঙ্গলবার বিকাল ৫টায় মৌলভীবাজারের কুলাউড়ার অভিজাত চাইনিজ রেস্টুরেন্ট ‘ডিলাইট স্টেইক হাউজ’ এর হলরুমে অনুষ্ঠানটি হয়।দ্যা লাইট গ্রুপের উপদেষ্টা শহীদুল ইসলাম তনয়ের সঞ্চালনায় ও লাইট গ্রুপের সিইও সৈয়দ তানভীর মোজাম্মেল শোভনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে লেখক সম্পর্কে তথ্য উপস্থাপন করেন কুলাউড়া প্রবাসী পরিষদ সৌদি আরব শাখার সভাপতি খালেদ শাহাবুদ্দিন। পরে বইয়ের বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে পাঠ প্রতিক্রিয়া জানান কবি মোস্তফা মহসিন।
এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপের সম্পাদক ও কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, বিশিষ্ট সাইকিয়াট্রিক, ইন্টারন্যাশনাল ফেলো অর্জনকারী সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ সাইদ এনাম, নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, প্রেসক্লাব কুলাউড়ার সাবেক সভাপতি ও কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসও এর যুগ্ম সাধারণ সম্পাদক কয়ছর রশীদ, শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক সিপার আহমদ, জিয়ন কাঠি সাহিত্য সংসদের সভাপতি ইব্রাহিম খলিল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দ্যা লাইট গ্রুপের সাধারণ সম্পাদক শাকির আহমদ।
ব্যক্তিগত ব্যস্ততার কারণে নির্ধারিত সময়ে অনুষ্ঠানে হতে পারেন নি প্রধান অতিথি কুলাউড়া উপজেলা পরিষদের চেষারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান। অনুষ্ঠানের কিছুক্ষণ পর তিনি উৎসবস্থলে উপস্থিত হয়ে বই ও বইয়ের লেখকের প্রতি শুভ কামনা জানিয়ে বলেন, দেশ ও বিদেশের বিভিন্ন দর্শণীয় স্থান ভ্রমন করে তা বইয়ের মাধ্যমে প্রকাশ করেছেন লেখক আহবাব চৌধুরী। বইটি যারা পড়বেন তারা উপকৃত হবেন, অনেক স্থান সম্পর্কে সহজে জানতে পারবেন।
অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় অতিথিসহ সবার উদ্দেশে শুভেচ্ছা বার্তা দেন জিরো পয়েন্ট বাইটির লেখক যুক্তরাজ্য প্রবাসী আহবাব চৌধুরী খোকন।
দ্যা লাইট গ্রুপের চেয়ারম্যান ফজলে আবিদ খান রাবি’র সার্বিক তত্বাবধানে বই প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবিতা পরিষদ কুলাউড়া শাখার সভাপতি ভানু পুরকায়স্থ, সুরশৈলী’র পরিচালক গোলাম মোস্তফা পাবেল, প্রথম আলো বন্ধুসভার সভাপতি সোহেল আহমদ, শিক্ষক মাহবুব হোসাইন মাছুম, সংগঠক সুরমান আহমদ, সংগঠক মিনহাজুল আবেদিন মান্না, দ্যা লাইট গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক সায়েম আহমদ, সাংগঠনিক সম্পাদক সজিব হাসান, অর্থ সম্পাদক তালিম ওয়াহিদ, দপ্তর সম্পাদক মকরম আলী, উপ সাংগঠনিক সম্পাদক শওকত আহমদ মানিক।
এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব কুলাউড়ার সাবেক সভাপতি স্বপন কুমার দেব রতন, বর্তমান সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, নিউ নেশন প্রতিনিধি এম মছব্বির আলী, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূণ চম্পু, নয়া দিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, দিনকাল প্রতিনিধি মোক্তাদির হোসেন, কুলাউড়া রিপোর্টাস ইউনিটের সাবেক সভাপতি বিশ্বজিৎ দাস, কুলাউড়া টাইমস এর নির্বাহী সম্পাদক আলাউদ্দিন কবির, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি নাজমুল ইসলাম, সহ সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, যুগ্ম সাধারণ সম্পাদক জসীম চৌধুরী, সীমান্তের ডাকের বার্তা সম্পাদক সুমন আলম, উদীয়মান তরুণ লেখক জহিরুল ইসলাম জহির, সাপ্তাহিক আমার কুলাউড়া সম্পাদক জীবন রহমান, রিপোর্টাস ইউনিটি কুলাউড়ার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, অনলাইন জার্নালিস্ট সোসাইটির সাধারণ সম্পাদক ও ক্রেস্ট বাজার কুলাউড়ার স্বত্তাধিকারী ইউসুফ আহমদ ইমন, বাংলাদেশ জার্নাল প্রতিনিধি এম এ কাইয়ুম, অনুকাব্য কামরাঙা’র সম্পাদক কামরুল হাসান, লিটল ম্যাগাজিন বিন্দু’র সম্পাদক সিরাজুল আলম জুবেল, অনুলিপি কুলাউড়ার এডমিন আজহার মুনিম শাফিন সহ অনেকে।
                        
                            
                        