নিউজ ডেস্ক::
কাজের স্বীকৃতিস্বরুপ পুরস্কার পেলেন সিলেটের গোয়াইনঘাট থানাধীন সালুটিকর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিঃ) ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খান।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ সভায় সিলেট পুলিশের অভিভাবক চৌকস পুলিশ সুপার ফরিদ উদ্দিন এই বিশেষ পুরস্কার সালুটিকর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খানের হাতে তুলে দেন ।
জানা যায়, গোয়ানঘাট থানাধীন সালুটিকর পুলিশ ফাঁড়ি এলাকায় অপরাধ দমন, অপরাধী শনাক্ত, মাদক মামলার আসামী গ্রেফতার, সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতার ও সার্বিক আইন শৃঙ্খলা উন্নয়নে বিশেষ অবদান রাখায় তিনি এ পুরস্কার লাভ করেন। তিনি সালুটিকর পুলিশ ফাঁড়িতে যোগদানের পর থেকেই সততা এবং নিষ্টার সাথে দায়িত্ব পালন করে আসছেন। দিনরাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সকল ধরণের অপরাধ কর্মকাণ্ড নির্মুল করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছেন। তার সততা-নিষ্টা এবং দায়িত্বপালনে খুশি হয়ে পুলিশ সুপার ফরিদ উদ্দিন এই পুরুস্কার দেন।