জুড়ী প্রতিনিধি:: মৌলভীবাজারের জুড়ীতে আদর্শ দরিদ্র তহবিল, নয়াবাজার ও জুড়ী উপজেলা ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাষ্ট ইউকে এর যৌথ উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বান ও ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (২ মে) সকালে নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে ৩০০ জন ছিন্নমূল ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষের মাঝে প্রায় ৩ লক্ষ টাকার খাদ্য সামগ্রী বিতরণ করেন জুড়ী উপজেলা ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাষ্ট ইউকে।
আদর্শ দরিদ্র তহবিল এর সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসাইন এর সঞ্চালনায় ও সহ সভাপতি মাওঃ সায়েম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নয়াবাজার আহমদীয়া ফাযিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ লিয়াকত আলী খান।
বিশেষ অতিথি ছিলেন নয়াবাজার আহমদীয়া ফাযিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওঃ মুনিরুজ্জামান, অর্থ সম্পাদক মো লুৎফুর রহমান, সহ সাধারণ সম্পাদক, বদরুল ইসলাম, কবির উদ্দিন মেম্বার, আতিকুল ইসলাম প্রমূখ।
জানা যায়, মোট তিন শত পরিবারের মাঝে, ৮ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি পিয়াজ, ২ লিটার তেল, ১ কেজি ময়দা, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ১ কেজি ডালসহ মোট ১৮ কেজি খাদ্য সামগ্রী বিতরণ করেন।