অনি চৌধুরী :: কুলাউড়া পৌরসভার আসন্ন ১৬ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের অবগতির জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের সিলেট অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও কুলাউড়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা বৃহস্পতিবার এক গণ-বিজ্ঞপ্তি জারী করেছেন।
গণ-বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন কুলাউড়া পৌরসভার আসন্ন ১৬ জানুয়ারির নির্বাচনের ভোট গ্রহণ শুরুর পূর্ববর্তী ৩২ ঘন্টা ও ভোট গ্রহণের পরবর্তী ৪৮ ঘন্টা কুলাউড়া পৌরসভা এলাকায় কোন ব্যক্তি জনসভা আহ্বান, যোগদান, মিছিল, শোভাযাত্রা, আক্রমনাত্মক কাজ, বিশৃংখল আচরণ, ভোটার বা নির্বাচনী কাজে নিয়োজিত কোন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন, অস্ত্র বা শক্তি প্রদর্শন করতে পারবেন না। গণ-বিজ্ঞপ্তিতে তিনি আরও উল্লেখ করেন কোন ব্যক্তি উল্লেখিত কার্যকলাপের দায়ে দোষী সাব্যস্ত হলে ন্যুনতম ৬ মাস ও অনধিক ৭ বছর কারাদণ্ডে দণ্ডিত হবেন।