ডেক্স রিপোর্ট ঃ ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে কটূক্তি ও ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কুলাউড়া শহরস্থ জামিয়া মুহাম্মাদিয়া দারুস সুন্নাহ আহমদাবাদ মাদরাসায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় জামিয়ার সকল শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
জামিয়ার মুহতামিম হাফিজ মাওলানা মাহমুদুর রহমান ইমরান এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য প্রদান করেন জামিয়ার শিক্ষক মাওলানা সালেহ আহমদ ও মাওলানা সোহাইল আহমদ। অভিভাবকদের মধ্যে বক্তব্য প্রদান করেন ইসলামি ব্যাংক কুলাউড়া শাখার ম্যানেজার মুহাম্মদ আব্দুল্লাহ ও ডা. তোফায়েল আহমদ।
সভায় বক্তারা সকল মুসলিম জাতিকে ফ্রান্সের পন্য বয়কট ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মান রক্ষায় সদা সতর্ক থাকার আহ্বান জানিয়ে ফ্রান্স সরকারের সাথে যাবতীয় সম্পর্ক ছিন্ন করার জন্য বাংলাদেশ সরকারের নিকট আবেদন জানান।