ডেস্ক রিপোর্ট :: কুলাউড়া উপজেলার দানাপুর এলাকায় মঙ্গলবার রাতে কুলাউড়া থানা পুলিশ মুন্নি বেগম (২১) নামে এক সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে।
জানা যায়, উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দানাপুর নিবাসী ইয়াদ আলী (২৬) তাঁর স্ত্রী মুন্নি বেগমকে মঙ্গলবার বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁর শারিরীক অবস্থা আশংকাজনক থাকায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন। পরে তাঁর স্বামী ইয়াদ আলী তাঁর স্ত্রীকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পথিমধ্যে মারা গেলে লাশ নিয়ে সন্ধ্যায় সে বাড়ি ফিরে আসে। পরে ইয়াদ আলী তাঁর স্ত্রীর লাশ বাড়িতে রেখে পালিয়ে যায়।
এদিকে স্বামীর নির্যাতনে মুন্নি বেগমের মৃত্যুর খবর পেয়ে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর এবং কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসানসহ পুলিশ রাতে লাশের বাড়িতে যান। পরে পুলিশ লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করেন।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান জানান।