ডেস্ক রিপোর্ট :: কুলাউড়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে বুধবার জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়।
কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন।
আইজিএ প্রশিক্ষক মিনতি দাস এর পরিচালনায় ‘আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’ বিষয়ক আলোচনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভিন, উপজেলা সমবায় কর্মকর্তা জামাল আহমদ, তথ্য সেবা কর্মকর্তা পিয়ারা আক্তার রুবি প্রমুখ।
সভায় বক্তারা দিবসের প্রতিপাদ্যকে বাস্তবায়নে সবাইকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।