ডেক্স রিপোর্টঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস যথাযথ ভাবগাম্ভীয্যের মধ্য দিয়ে কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজে পালন করা হয়।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ এমদাদুল ইসলাম ভুট্টোর সভাপতিত্বে কলেজের শিক্ষক মিলনায়তনে জাতির জনকের বর্ণাঢ্য জীবনের উপর অনুষ্টিত এক আলোচনা সভায় অংশ নেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল- আমীন চৌধুরী, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আতাউর রহমান, জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সত্যজিৎ ভট্টাচার্য্য, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইউনুস হাসান, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আমিনুর রহমান, অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ আচার উদ্দিন, ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ মুহিবুর রহমান, মোঃ আব্দুল বাকী, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ খালিক উদ্দিন, শাহেদ আহমদ, মোঃ আজিজুর রহমান, অর্থনীতি বিভাগের প্রভাষক মৃদুল ভট্টাচার্য্য, গ্রন্থাগারিক মোঃ মুহিবুর রহমান শরীফ, সহ-গ্রন্থাগারিক মোঃ আব্দুল মনাফ, অফিস সহকারী মোঃ সেলিনা আক্তার, মোঃ আব্দুস ছালাম, জাহানারা আক্তার প্রমুখ।
সভার পুর্বে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় ও সভাশেষে জাতির পিতাসহ ১৫ই আগষ্ট নির্মমভাবে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মোঃ মুহিবুর রহমান শরীফ।