ডেক্স রিপোর্টঃ কুলাউড়া-পৃথিমপাশা-রবিরবাজার-শরীফপুর রাস্তা সংস্কারের কাজে নি¤œ মানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদে এবং রাস্তার মেরামত কাজ দ্রুত সম্পন্ন করার দাবীতে মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় দক্ষিন রবিরবাজারস্থ শহীদ মিনার প্রাঙ্গনে ভুক্তভোগী জনসাধারণ এর উদ্যোগে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।
জাসদ নেতা আব্দুল গাফফার কায়সুলের সভাপতিত্বে ও তরুন ব্যবসায়ী আহমদ মোনায়েম মান্নার পরিচালনায় মানববন্ধন কমৃসুচীতে বক্তব্য রাখেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবাব আলী বাখর খান, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর। এছাড়াও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুলাউড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ আলী, বিএনপি নেতা আকদ্দছ আলী, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক নবাব আলী সাজ্জাদ খান, পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নবাব আলী তকি খান, ইউপি সদস্য আব্বাছ আলী, বিশিষ্ট রাজনীতিবিদ কমরেড এম এ আহাদ, খন্দকার শাহাজান, ছাত্র ইউনিয়ন উপজেলা সভাপতি ফয়জুল হক, সাংবাদিক হাসান আল মোহাম্মদ রাজু প্রমুখ। মানববন্ধনে রবিবাজারের ব্যবসায়ী ও পরিবহন সেক্টরের শ্রমিক বিভিন্ন শ্রেনী পেশার জনসাধারণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য প্রায় দেড় বছর যাবত কুলাউড়া- পৃথিমপাশা-শরীফপুর রাস্তাটি সংস্কার করার নামে ঠিকাধারী প্রতিষ্টান গর্ত আর খানাখন্দক করে রাখায় জনসাধারনের চলাচলে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়াও নি¤œমানের নির্মান সামগ্রী ব্যবহার করায় সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বক্তাগন এ বিষয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি আশু পদক্ষেপ গ্রহনের দাবী জানিয়েছেন।