ডেস্ক রিপোর্ট :: করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসগের্র সন্দেহ নিয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার (১৮ জুলাই) রাতে হাসপাতালের স্টাফসহ ৫ জনের করোনা শনাক্তের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এনিয়ে কুলাউড়ায় করোনা পজিটিভ রিপোর্ট মোট ১৩৬ জনে উন্নীত হয়েছে।
কুলাউড়া হাসপাতালসূত্রে জানা গেছে, শনিবার (১৮ জুলাই) রাতে পাওয়া ৫ জন পজিটিভ রিপোর্টের মধ্যে কুলাউড়ায় হাসপাতালের স্টাফ ১ জন, জয়চন্ডী ইউনিয়নের লইয়ারহাই এলাকার ১ জন, রাউৎগাও ইউনিয়নের মনরাজ এলাকার ১ জন, হাজীপুর ইউনিয়নের ভুইগাও এলাকার ১ জন ও টিলাগাও ইউনিয়নের লহরাজপুর এলাকার ১ জনসহ মোট ৫ জন।
এনিয়ে কুলাউড়া উপজেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ১৩৬ জনে। এরমধ্যে ১০১ জন সুস্থ্য হয়ে করোনামুক্ত হয়েছেন এবং করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৩৫ জন হোম আইসোলেশনে রয়েছেন বলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।