অনি চৌধুরীঃ :: কুলাউড়া উপজেলায় নতুন করে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রন্তের সংখ্যা বেড়ে ৫ জনে উন্নীত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে নুতন করে আরো ৫ জন পুরুষ-মহিলা নমুনা পরীক্ষায় করোনাভাইরাসে (কোভিড-১৯) সনাক্ত হয়েছেন বলে জানা গেছে। নুতন করে করোনায় আক্রান্ত ৫ জনের মধ্যে কুলাউড়া পোস্ট অফিসের ১ জন স্টাফ, পৌর শহরের পরিনগর এলাকার ১ জন ও চাতলগাও এলাকার ১ জন, ভাটেরা ইউনিয়নের দক্ষিণভাগ গ্রামের ১ জন ও রাউৎগাও ইউনিয়নের ভাট্টুত গ্রামের ১ জন মহিলা সহ মোট ৫ জন।
এনিয়ে বৃহস্পতিবার (২৫ জুন) পর্যন্ত কুলাউড়া উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৬ জনে। এরমধ্যে ৩১ জন সুস্থ্য হয়ে করোনামুক্ত হয়েছেন বলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে। নুতন করে আক্রান্তদের বাসা ও বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, কুলাউড়া উপজেলা শহরে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সরকার ঘোষিত সরকারি স্বাস্থ্যবিধি লংঘন করে অবাধে অযথা জনসাধারণের যত্রতত্র ঘোরাফেরা অব্যাহত রয়েছে। এছাড়া রাত ৮ টার পর ঘর থেকে বের না হওয়ার সরকরী নির্দেশও কার্যকর হচ্ছে না।