ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে চান্দগাঁও একতা যুব সংঘের উদ্দোগে চান্দগাঁও এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়েছে।
গত রোববার (২৪ মে) সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার বস্ত্র বিতরণ করেন সংগঠনের প্রধান উপদেষ্টা সেঞ্চুরী টেইলার্সের স্বত্বাধিকারী মোঃ সালাউদ্দিন আহমদ। বিতরন অনুষ্টানে অংশ নেন সংগঠনের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ আজিম উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ মনির আহমদ, সাধারণ সম্পাদক মোঃ কায়ছর আহমেদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা ছাতির আলী, কোষাধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন, সদস্য ফখরুল ইসলাম, সেলিম আহমদ, আব্দুল জলিল, মাহমুদ ইসলাম, নাজমুল ইসলাম, আব্দুর রহমান, তারেক আহমদ, সুরুজ আলী ও রুমেল আহমদ।
এছাড়া রমজানের পুর্বে সংগঠনের উদ্দোগে এলাকার অর্ধশত পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ ও রমজান মাসে এলাকার প্রায় ২০০ কর্মহীন ও দুঃস্থদের নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতার মাহফিল করানো হয়। সংগঠনের প্রতিষ্ঠাকাল থেকে সার্বিকভাবে সহযোগিতা করছেন প্রধান উপদেষ্টা সেঞ্চুরী টেইলার্সের স্বত্ত্বাধিকারী মোঃ সালাউদ্দিন আহমেদ, ওমান প্রবাসী ছালেক আহমদ, মাইনুদ্দিন, ছায়েদ আহমদ, শামীম আহমদ, মুজাহিদুর রহমান, দুবাই প্রবাসী সাইদুর রহমানসহ ৮ নং ওয়ার্ডের মেম্বার রাজা মিয়া ও সংগঠনের সকল সদস্যবৃন্দ।