ডেক্স রিপোর্ট :: কুলাউড়া উপজেলার পোষাইনগর এলাকায় মঙ্গলবার সকাল ১০ টার দিকে এক সড়ক দুর্ঘটনায় রবিন্দ্র সিংহ (৩০) নামে এক মোটর সাইকেল আরোহীর মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। নিহত রবিন্দ্র সিংহ জুড়ী উপজেলা ভুমি অফিসের অফিস সহকারী বলে জানা গেছে।
জানা যায়, রবিন্দ্র সিংহ মঙ্গলবার সকালে তার নিজ বাড়ী কমলগঞ্জ উপজেলার ভানুগাছের তিলকপুর থেকে মোটরসাইকেলযোগে জুড়ী উপজেলা ভুমি অফিসের নিজ কর্মস্থলে যাওয়ার পথে পথিমধ্যে সকাল ১০ টার দিকে কুলাউড়া-জুড়ী রোডের পোষাইনগর এলাকায় একটি পিকআপ গাড়ীর সাথে সজোরে ধাক্কা লেগে গুরুতরভাবে আহত হন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কুলাউড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট হাসপাতালে রেফার করেন। আহত রবিন্দ্রকে নিয়ে সিলেট যাওয়ার পথে পথিমধ্যেই তার মৃত্যু হয়। রাতে তার নিজ বাড়ীতে নিহতের শেষকৃত্য সম্পন্ন করা হয়। উল্লেখ্য নিহত রবিন্দ্র সিংহ গত ৯ দিন পুর্বে বিয়ে করেন।