ডেক্স রিপোর্ট ঃ কুলাউড়া উপজেলা প্রশাসনের সহায়তায় উপজেলার ১১ টি অস্বচ্ছল কওমি মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিলের বরাদ্ধকৃত লক্ষাধিক টাকার অনুদানের চেক বিতরন করা হয়েছে। কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী রোববার পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর বরাদ্ধকৃত অনুদানের ১ লাখ ৪০ হাজার টাকার চেক উক্ত ১১ মাদ্রাসার স্ব-স্ব কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
অনুদানপ্রাপ্ত মাদ্রাসার মধ্যে রয়েছে জামেয়া ইসলামিয়া কর্মধা টাইটেল মাদ্রাসা ১৫ হাজার টাকা, হায়দরগঞ্জ বালক-বালিকা দাওয়ারে টাইটেল মাদ্রাসা ১০ হাজার টাকা, কর্মধা ফটিগুলি রহমতাবাদ ইসলামিয়া মাদ্রাসা ১৫ হাজার টাকা, কর্মধা হযরত ফাতেমা (রহঃ) নলডরি মহিলা মাদ্রাসা ১০ হাজার টাকা, হাজীপুর কটারকোনা হুসানিয়া ইসলামিয়া মাদ্রাসা ২০ হাজার টাকা, শরীফপুর ন’মৌজা মদিনাতুল উলুম মাদ্রাসা ১০ হাজার টাকা, শরীফপুর এহয়াউল উলুম তেলিবিল মাদ্রাসা ১৫ হাজার টাকা, কাদিপুর মনসুর আশ্রাফিয়া মাদ্রাসা ১০ হাজার টাকা, আহমেদাবাদ জামেয়া মোহাম্মদীয়া দারুছসুন্নাহ মাদ্রাসা ১৫ হাজার টাকা, ভুকশিমইল জামেয়া ইসলামিয়া মাদ্রাসা ১০ হাজার টাকা ও বাদে-ভুকশিমইল মোহাম্মদীয়া হাফিজিয়া মাদ্রাসা ১০ হাজার টাকা।