স্টাফ রিপোর্ট :: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে এবং করোনা পরিস্থিতিতে কর্মহীন প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে যুক্তরাজ্যস্থ বরমচাল ডেভেলাপম্যান্ট এসোসিয়েশন (বিডিএ)।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০ টা থেকে কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মানুষের মাঝে তা বিতরণ করা হয়।
ইউনিয়নের ফুলেরতল বাজারের আব্দুল আহাদ এন্ড ব্রাদার্স মার্কেটের সম্মুখে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাবেক কর্মকর্তা ও স্থানীয় মুরুব্বী ইফতেখার উদ্দিন (বারিক) এর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ও বিডিএ উপদেষ্টা ফারুক উদ্দিন (সুন্দর ), বরমচাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান, বিডিএ এর সাধারণ সম্পাদক ও বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষানুরাগী সদস্য ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ, সমাজ সেবক হাজী আনার উদ্দিন, মখলিছ মিয়া, হাজী ইরা মিয়া, মৌলানা আব্দুল হামিদ, রহিম খান, ফয়ছল খান, শাহীন মিয়া, ফুলেরতল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হোসেন খান বাবলু, বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির গভর্ণিং বডি’র অভিভাবক সদস্য তাজুল ইসলাম সাইকুল, মিনাল খান, আব্দুল মোক্তাদির নিপু, আব্দুল মোহিত সবুজ, ব্যবসায়ী শাহান উদ্দিন আহমদ, আজিজ খান, আবুল হোসেন খছরু উদ্দিন, খোকন খান, আজহারুল ইসলাম, ব্যবসায়ী মুনিম মিয়া, সালাউদ্দিন প্রমুখ৷