ডেক্স রিপোর্টঃ ঃ কুলাউড়া উপজেলার গাজীপুর রোডের তিতাস ব্রিক ফিল্ডে সোমবার দুপুরে এক ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়।
জানা যায় ইট ব্যবসায়ী মাজেদুর রহমানের গাজিপুর রোডের তিতাস ব্রিক ফিল্ডে আকষ্মিকভাবে সোমবার দুপুরে এক অগ্নিকান্ড সংঘটিত হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার ইনচার্জ বেলায়েত হোসেন এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের ২টি ফায়ার টিম ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে ইটভাটার অফিসঘরসহ আসবাবপত্র আগুনে পুড়ে ভষ্মিভুত হয়ে যায়।

ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ১ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানা গেছে। কুলাউড়া ফায়ার সার্ভিসের ধারনা বৈদ্যুতিক সর্ট শার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে।