ডেক্স রিপোর্টঃ কুলাউড়া জামিয়া মুহাম্মাদিয়া দারুস সুন্নাহ মাদ্রাসায় সোমবার তানযীমুল মাদারিস লি-তাহফীজিল কুরআনিল কারীম এর আয়োজনে ও হাজী আরমিন আলী ট্রাষ্টের সহযোগিতায় ২০১৯ সনের কেন্দ্রীয় পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের নিয়ে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও বৃত্তি বিতরনী অনুষ্টিত হয়।
ট্রাষ্টের চেয়ারম্যান সুহেল আহমদের সভাপতিত্বে ও মাদ্রসার পরিচালক, কুলাউড়া উত্তরবাজার জামে মসজিদের খতিব হাফিজ মাওঃ মাহমুদুর রহমান ইমরান এর সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা সভাপতি পৌর মেয়র শফি আলম ইউনুছ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রস্থ উলামা কাউন্সিল অব মিশিগান সম্পাদক শাইখুল হাদিস মাওলানা আব্দুস সালাম, কুলাউড়া ইসলামী ব্যাংক শাখার হেড অব ব্রাঞ্চ মুহাম্মদ আব্দুল্লাহ, কুলাউড়া সাউথইষ্ট ব্যাংক ম্যানেজার মোঃ আব্দুর রব, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ মাশুক, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উত্তরবাজার জামে মসজিদের মতওয়াল্লী হাফিজ বদরুল ইসলাম, বিছরাকান্দি জামে মসজিদের মতওয়াল্লী হাজী আরজদ উল্লাহ,কুলাউড়া ইসলামী একাডেমী অধ্যক্ষ মাওলানা বদরুদ্দিন, মনসুর আশরাফিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওঃ শামসুজ্জামান মামনুন, যুক্তরাজ্য প্রবাসী মুস্তফা মুহাম্মদ সালেহ, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল মতিন, আরব অমিরাতের মাসজিদ সুয়াইব বিন সানান ইমাম আলহাজ¦ হাফিজ ফরমান উল্লাহ, বরুনা জামিয়া লুৎফিয়া মাদ্রাসার শিক্ষা সচিব হাফিজ মাওঃ শফিউল আলম, উমরপুর মাদ্রাসার মুহাদ্দিস হাফিজ মাওঃ জসিম উদ্দিন উমাইর প্রমুখ। পরে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ পুরস্কার ও বৃত্তি বিতরন করেন।