ডেক্স রিপোর্ট ঃ কুলাউড়া উপজেলা প্রসাশনের আয়োজনে রোববার জাতীয় বীমা দিবস উদযাপন করা হয়। কুলাউড়া ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিনের পরিচালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্টিত সভায় বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ। বক্তব্য রাখেন গনমাধ্যম কর্মী মাহফুজ শাকিল, কুলাউড়া ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর জোনাল ইনচার্জ মোঃ আজিজুর রহমান, ইনচার্জ ফাহিমা জান্নাত জুই, কুলাউড়া হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স ইনচার্জ মইনুল হক পবন, কুলাউড়া জীবনবীমা লাইফ ইন্স্যুরেন্স ইনচার্জ মাহফুজ আহমদ লিটু, কুলাউড়া মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ইনচার্জ মিঃ অনিল, কুলাউড়া রুপালী লাইফ ইন্স্যুরেন্স ইনচার্জ শাহীন আহমদ। বক্তারা বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে ও দেশের উন্নয়নে বীমা শিল্প গুরুত্বপুর্ন অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভাশেষে ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে বীমার গুরুতে’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ী মাধ্যমিক পর্যায়ে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শুভ্রনীলা ভট্টাচার্য্য ১ম, বরমচাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সৃষ্টি রানী মালাকার ২য়, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নবনীতা মিত্র ৩য় এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থী চৌধুরী ইমরাতুল জান্নাত স্বর্না ১ম, তৃষ্ণা রানী মল্লিক ও শাপলা আক্তার তুলিকে ৩য় পুরস্কার প্রদান করা হয়। সভার পুর্বে এক বণ্যাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিন করে।