ডেক্স রিপোর্টঃ কুলাউড়া রেলওয়ে জংশনের রেলপথ পরিদর্শন করেছেন রেলওয়ের (পুর্বাঞ্চলীয়) জিএম মো. নাসির উদ্দিন। গত সোমবার তিনি ঢাকা থেকে কুলাউড়া পৌছে বিকেল ৪টার দিকে কুলাউড়া স্টেশন সংলগ্ন গত ১৯ ও ২০ জুলাই জয়ন্তিকা ও কালনী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনাস্থল ও বরমচাল রেল সেতুতে উপবন ট্রেনের দুর্ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন।
পরির্শনকালে তিনি বলেন, আমি রেলওয়ে পূর্বাঞ্চলীয় নতুন দায়িত্ব পাওয়ার পর সিলেট-আখাউড়ার রেলপথ পরিদর্শনে এসেছি। যেসব স্থানের রেলপথ ও সেতুতে ত্রুটি রয়েছে সেগুলো দ্রুত মেরামত করা হবে। তিনি আরো বলেন, সিলেট-আখাউড়া রেলপথ নতুন করে ডুয়েলগেজ রেল লাইন নির্মাণ প্রকল্প ইতিমধ্যে পাস করা হয়েছে। এছাড়া তিনি আগামী ছয় মাসের মধ্যে এ রুটের সবকটি আন্ত:নগর ট্রেনে বিদেশ থেকে আমদানীকৃত নতুন বগি সংযোজন করা হবে বলে আশ্বস্ত করেন। পরিদর্শনকালে তাঁর সাথে রেলওয়ে পুর্বাঞ্চলীয় চিফ ইঞ্জিনিয়ার মো. সুব্রত গীনিসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।