ডেক্স রিপোর্টঃ মৌলভীবাজার জেলা সদরের বিভিন্ন বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে মঙ্গলবার অভিযান পরিচালনা করে ২ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে উপজেলার কামালপুর বাজার,কাজির বাজার, বিশ্বরোড,শেরপুর,মৌলভীবাজার রোড,আফরোজগঞ্জ বাজারসহ পাশর্^বর্তী এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় শেরপুর বাজারের তাহমিনা এন্টারপ্রাইজকে অতিরিক্ত দামে লবণ বিক্রি করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা ও উস্তার মিয়া নামে এক অভিযোগকারীর অভিযোগে বিশ্বজিৎ ভেরাইটিজ ষ্টোরকে পিঁয়াজের মুল্য অতিরিক্ত নেয়ায় ৪ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আইন অনুযায়ী অভিযোগকারী উস্তার মিয়াকে জরিমানার ২৫% বাবৎ ১ হাজার টাকা প্রদান করা হয়। অভিযানকালে শেরপুর ফাঁড়ির পুলিশ ফোর্স সহযোগিতা করেন ।